ডুমুরিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
১১নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের হাট-বাজারের নামের তালিকা:
ডুমুরিয়া ইউনিয়নে দুটি বাজার অবস্থিত: যথা-
১) ডুমুরিয়া ছোট কাচা বাজার ও মাছ চান্নি বাজার।
২) ডুমুরিয়া বড় বাজার। সেখানে সপ্তাহে দুই হাট বসে।
১। ডুমুরিয়া বড় বাজার। ডুমুরিয়া বড় বাজার বহু পুরাতন একটি ঐতিহ্যবাহী একটি বড় বাজার। এখানে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষিজীবী পেশার মানুষ বিভিন্ন তরিতরকারি সপ্তাহে দুইবার নিয়ে আসে বিক্রি করার জন্য। শুবার এবং সোমবার ডুমুরিয়ায় হাট বসে।
২। ডুমুরিয়া ভদ্রানদীর পাশে পুঙ্খানুপুঙ্খভাবে গড়ে ওঠা কাচা বাজার, মাছ চান্নি বাজার। বাজার থেকে উত্তরে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।
৩। তাছাড়া ডুমুরিয়া মেইন বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে ছোট ছোট কাচা বাজারের ব্যবস্থা আছে। ছোট ছোট খুচরা কাচামালের দোকানপাট থাকায় বহিরাগত চাকুরীজীবীরা ইচ্ছামত নিত্যপ্রয়োজনীয় কাচামাল কিনতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস