Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডুমুরিয়া উপজেলায় ‘উন্নয়ন মেলা' তিন দিনব্যাপী প্রস্তুতি মূলক সভায় দিন তারিখ র্ধায্য অতপর: শুরু ইং 11, 12, 13 জানুয়ারী’2018 ।
বিস্তারিত

আগামী 11,12,13 জানুয়ারি থেকে ডুমুরিয়া উপজেলায় তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১8’ শুরু হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলগাঁথা জনগণের সামনে তুলে ধরাই এই মেলার লক্ষ্য। এই মেলার থিম হচ্ছে- ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’।
উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেও স্যার জনাব মোহাম্মদ আশেক হাসান স্যার বলেন- সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার সফলগাঁথা তুলে ধরা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে- ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সকলের জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।
তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা, তাছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।
তিনি আরো বলেন, মেলায় গ্রাহকরা সরাসরি কম সময়ে কম মূল্যে বিভিন্ন সেবা পাবে। যেমন:
1) ব্যাংকিং সেবা
2) আইনী সহায়তা/পুলিশি সেবা
3) মেডিকেল ভিসা
4) Turist Visa
5) এনজিও সেবা
6) স্বাস্থ্যসেবা ইত্যাদি ইত্যাদি।
সরকারি দপ্তরের জন্য প্রত্যেকটি স্টল বরাদ্দ করা হবে। 10 তারিখের মধ্যে যার যার স্টল বুঝিয়ে দেওয়া হবে। উন্নয়ন মেলার জন্য মাইকিং প্রচার করা হবে 9,10 তারিখ।
পুরস্কার
4টি ক্যাটাগরিতে মোট 12টি আকষর্ণীয় পুস্কার বিতরণ করা হবে। ইহা ছাড়াও বাইরে যারা স্টল দিবেন তাদের পরিশ্রমের জন্যও রয়েছে পুরস্কার। সকলের পরামর্শে উপজেলা নির্বাহী অফিসার উন্নয়ন মেলার কমিটি গঠন করেন।

সার্বিক বিবেচনায় এবার বুঝা যাচ্ছে এবারের জাকজমকপূর্ণ্ উন্নয়ন মেলা’2018 সাল রেকর্ড্ সৃষ্টি করবে। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার সকলের সু-স্বাস্থ্য কামনা ও 2018 সালের শুভেচ্ছা জানিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2018
আর্কাইভ তারিখ
03/02/2018