Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Seba Rate

ডুমুরিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

 

একনজরে বাংলাদেশের ইউআইএসসি

 

০১

ইউআইএসসি প্রতিষ্টার তারিখ-

:

১১ নভেম্বর, ২০১০খ্রি.

০২

প্রথম স্থাপিত UISC এর নাম

:

ভোলা জেলার চরকুকরিমুকরি ইউআইএসসি

০৩

মোট ইউআইএসসি-র সংখ্যা-

:

৪৫১৬টি

০৪

মোট ইউআইএসসি উদ্যোক্তা সংখ্যা-

:

৯০৩২জন

০৫

ইউআইএসসিতে নারী উদ্যোক্তার সংখ্যা

:

৪৫১৬জন

০৬

ইউআইএসসি-তে ব্যবহৃত যন্ত্রপাতির বিবরণ-

:

ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার, ইন্টানেট মডেম, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, ফটোকপি মেশিন, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, লেমিনেটিং মেশিন ইত্যাদি।

 

০৭

ইউআইএসসির গড় মাসিক আয়-

:

৩,০০০/- টাকা হতে ৩০,০০০/- টাকা

০৮

ইউআইএসসিতে গড় সেবা গ্রহিতার সংখ্যা-

:

গড়ে ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) প্রতি মাসে।

০৯

ইউআইএসসি তদারকির মাধ্যম-

:

অনলাইন মনিটরিং টুলের মাধ্যমে uiscকার্যক্রম তদারকী করা হয়। মনিটরিং টুল হচ্ছে-www.e-service.gov.bd/uams.

 

১০

ইউআইএসসির মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা

:

বর্তমানে ডাচ্‌ বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক এর মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে।

 

১১

ইউআইএসসির মাধ্যমে সবচেয়ে বেশী গৃহিত সেবা সমূহের নাম

:

ই-মেইল, কম্পিউটার কম্পোজ-প্রিন্ট-প্রশিক্ষণ, ফটো তোলা, ফটোকপি, সরকারী ফরম ডাউন লোড করা, পরীক্ষার ফলাফল জানা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা, অনলাইনে ভিসার আবেদন করা, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা, কৃষি পরামর্শ ও মোবাইল ব্যাংকিং ইত্যাদি।

 

১২

উদ্দেশ্য

:

ডিজিটাল বাংলাদেশ গঠন ও অর্থনৈতিক চরম উন্নয়ন।

 

 

২.ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য:

 

স্থানীয়সরকার (ইউনিয়নপরিষদ) আইন, ২০০৯-এর ৪৭ (গ), ৫০ এবং ৭৮ ধারা অনুযায়ি জনকল্যানমূলক কার্যসংক্রান্তসেবা, উন্নতর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসন এবং তথ্য প্রাপ্তির অধিকারনিশ্চিতকরণ ইউনিয়ন পরিষদের দায়িত্বেঅর্ন্তভুক্ত।

 

2.1. ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ইউআইএসসি ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। পদাধিকার বলে ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান এই কমিটির সভাপতি এবং ইউনিয়ন পরিষদ সচিব সদস্য সচিব থাকবেন। কমিটির সভাপ্রতি মাসে অনুষ্ঠিত হবে এবং কমিটির সদস্যরা ইউআইএসসি’র কার্যক্রম পর্যালোচনাকরবেন। পাশাপাশি ইউআইএসসি’র প্রচার ও টেকসইকরণে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

 

২.২ ইউআইএসসি স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদে বিনাভাড়ায় এক বা একাধিক উপযুক্ত কক্ষ বরাদ্দ করতে হবে।

 

২.৩. ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র স্থাপন এ পরিচালনাবিষয়ে উদ্যোক্তার সাথে চুক্তিপত্র স্বাক্ষর করবেন।

 

3. উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব ও কর্তব্য:

 

উপজেলা নির্বাহী অফিসার, তাঁর নিজএখতিয়ারাধীন ইউনিয়ন পরিষদসমূহে এবং জেলা প্রশাসক তাঁর জেলার ইউনিয়নসমূহের ইউআইএসসিসচল থাকার বিষয়টি নিশ্চিত করবেন। প্রয়োজনে এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপিসচিব এবং ইউআইএসসি’র উদ্যোক্তাগণকে দিকনির্দেশনা প্রদান করবেন।

 

৩.১. উদ্যোক্তার সকল সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকারাখবে।

 

৩.২. ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা ও ইউআইএসসির সকলউপকরণের নিরাপত্তা নিশ্চিত করবে।

 

৩.৩. অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাজকরানোর ক্ষেত্রে ইউআইএসসিকে অগ্রাধিকার দিতে হবে।

 

৩.৪. প্রতিটি ইউআইএসসি’তে একজন নারী ও একজন পুরুষউদ্যোক্তার পাশাপাশি আরো একজন করে নারী ও পুরুষ বিকল্প উদ্যোক্তা নির্বাচন করেরাখতে হবে যাতে কোন উদ্যোক্তা চলে গেলে তাৎক্ষনিকভাবে প্রতিস্থাপন করা যায়।

 

৩.৫. ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগোষ্ঠীর জন্য ই-সেবানিশ্চিত করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তাবায়নে উদ্যোক্তাকে সর্বাত্মকসহযোগীতা প্রদান করবে।

 

৩.৬. যথাযথ পদ্ধতি অনুসরন ব্যতিরেকে কোন উদ্যোক্তাকেইউআইএসসি থেকে অব্যাহতি প্রদান করা যাবেনা।

চুড়ান্তভাবে অব্যহতির ক্ষেত্রেউপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন থাকতে হবে।

 

৪. সরকার কর্তৃক এ বিষয়ে জারিকৃত নির্দেশাবলী পালনকরতে হবে।

 

 

৫. এ আদেশ জনস্বার্থে জারী করা হলো এবং অবিলম্বেকার্যকর হবে। ইউআইএসসির আয় থেকে এর জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পন্ন করতে হবে।

 

স্থাণীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত।