ডুমুরিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে একটি থানা আছে। এটি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ দিকে অবস্থিত। যাতায়াতের জন্য ভ্যান, মটর সাইকেল, ইজিবাইক ইত্যাদি প্রধান ব্যবস্থা।
১। মেইন রোড থেকে থানা পর্যন্ত ভ্যানযোগে ভাড়া ৫/- টাকা।
২। ইজিবাইক = ২/- টাকা।
৩। তাছাড়া পায়ে হেটে যাওয়া যায় ১৫-২০মিনিটের মধ্যে ।
ডুমুরিয়া থানার তথ্য
নবনির্মিত ডুমুরিয়া থানা ভবন এর শুভ উদ্বোধন করেন:
(জনাব নূর মোহাম্মদ)
ইন্সপেক্টর জেনারেল
বাংলাদেশ পুলিশ।
সদস্য সংখ্যা
1| ইন্সপেক্টর = ০২ জন।
২। এস,আই = ০৬ জন।
৩। পি.এস.আই = ০২ জন।
৪। এ.এস.আই = ০৯ জন।
কনস্টেবল = ৩৮ জন।
গুরুত্বপূর্ণ নাম্বার সমূহ
ক্রমিক নং | পদবী | মোবাইল নং | মন্তব্য |
1. | পুলশ সুপার, খুলনা। | ০১৭১৩-৩৭৪০৯৫। |
|
2. | অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। | ০১৭১৩-৩৭৪০৯৭। |
|
3. | সহকারী পুলিশ সুপার, সার্কেল। | ০১৭১৩-৩৭৪১০০। |
|
4. | ডিআই(১) জেলা বিশেষ শাখা। | ০১৭১৩-৩৭৪১০২ |
|
5. | অফিসার ইনচার্জ, ডুমুরিয়া। | ০১৭১২-৩৭৪১০৭ |
|
6. | ও,সি (ডিবি), খুলনা। | ০১৭১৩-৩৭৪১১২ |
|
7. | টি.আই. ট্রাফিক শাখা, খুলনা | ০১৭১৩-৩৭৪১১৫ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS