Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও সমূহ গুলোর নাম

১১নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ

১। আশা

২। গ্রামীণ ব্যাংক

৩। কারিতাস

৪। পপি ই

৫। ব্র্যাক হ্যাচারী

৬। নিজেরা করি

৭। ব্র্যাক

৮। ব্র্যাক পেইস

৯। ব্র্যাক ওয়াশ।

 

তারিখ : ১২/১২/২০১৩ইং।

 

বরবার,         

প্রোগ্রাম ম্যানেজার

লজিস্ট্রিক এন্ড এ্যাডমিন

ব্র্যাক প্রধান কার্যালয়

ঢাকা।

 

প্রকল্পের নাম       ঃ ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস।

 

শাখা               ঃ ডুমুরিয়া

 

নিরীক্ষাবর্ষ/কাল   ঃঅক্টোবর/২০১১ হতে জুন/২০১৩

 

বিষয়              ঃ অভ্যমত্মরীন নিরীক্ষা প্রতিবেদনের উত্তর ।

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস (২৭৬) কর্মসূচীর ১৫/১২/২০১৩ থেকে ১৭/১২/২০১৩ পর্যন্ত অডিট প্রতিবেদনের উত্তর আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো।

 

 

 

নিবেদক

 

 

খাদিজা খানম

ফিল্ড অর্গানাইজার

পিন-১১২৫১১

ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস

ডুমুরিয়া, খুলনা।

 

 


প্রকল্পের নাম      ঃ ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস।

 

শাখা              ঃ ডুমুরিয়া

 

নিরীক্ষাবর্ষ/কাল  ঃঅক্টোবর/২০১১ হতে জুন/২০১৩

 

বিষয়             ঃ অভ্যমত্মরীন নিরীক্ষা প্রতিবেদনের উত্তর ।

 

 

নিরীক্ষাকার্যালয় প্রধানের জবাব

অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মতামত

 

প্রতিবেদনের নং ও শিরোনামঃ ১০১ আদায়কৃত কম্পিউটার প্রশিক্ষণ ফি ব্র্যাক অফিসে জমা না করা ৯০/-টাকা।

 

প্রকৃত ঘটনাঃ লাইব্রেরিয়ানের বাবা অসুস্থ্য থাকায় লাইব্রেরিয়ান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালে লাইব্রেরিয়ানের কাছ থেকে উক্ত ৯০/- টাকা এনে অফিসে জমা করা সম্ভব হয় নাই। পরবর্তীতে ১৬/০৭/২০১৩ইং তারিখে লাইব্রেরিয়ানের মাসিক মিটিংয়ের দিকে নিরীক্ষাকালে ৯০/- টাকা ব্র্যাক অফিসে জমা করা হয়েছে। জমার রশিদ নং- ৩২১৮৬২, তারিখ-১৬/০৭/২০১৩।

 

দায়ী ব্যাক্তিঃখাদিজা খনম , এফ ও (বি.ই.পি.পেইস ) পিনঃ১১২৫১১

 

 

তার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাঃজেলা ব্যবস্থাপক কর্তৃক তাকে সতর্ক করা দেওয়া হলো যাহাতে এ ধরনের ভুল আর না হয়।

 

সংশোধন  ও প্রতিরোধ মূলক ব্যবস্থাঃউক্ত ভুল নিরীক্ষণ সময়ে ৯০/- টাকা জমা করা হয়েছে। ভবিষ্যতে যাহাতে এ ধরনের ভুল না হয় সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

প্রকল্পের নাম      ঃ ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস।

 

শাখা              ঃ ডুমুরিয়া

 

নিরীক্ষাবর্ষ/কাল  ঃঅক্টোবর/২০১১ হতে জুন/২০১৩

 

বিষয়             ঃ অভ্যমত্মরীন নিরীক্ষা প্রতিবেদনের উত্তর ।

 

 

নিরীক্ষাকার্যালয় প্রধানের জবাব

অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মতামত

 

প্রতিবেদনের নং ও শিরোনামঃ ১০২ গণকেন্দ্রের বই সঠিক সময়ে সদস্যদের কাছ থেকে ফেরত না আনা।

 

প্রকৃত ঘটনাঃ  পরীক্ষা ও স্কুল ছুটি থাকার কারণে  লাইব্রেরিয়ান ৫জন সদস্যর কাছ থেকে ৫টি বই গণকেন্দ্রে জমা করতে পারে নাই।  ৫টি বইয়ের নাম্বার নিম্নরূপ:- ০৫৮৭, ০৩০৮, ০২৬৫, ১১৪৭, ০৯৪৫। পরবর্তীতে ১৮/০৭/২০১৩ইং তারিখে উক্ত ৫টি বই-ই গণকেন্দ্রে জমা করা হয়েছে।

 

দায়ী ব্যাক্তিঃরথীন্দ্রনাথ বাইন , পি ও (বি.ই.পি.পেইস ) পিনঃ৮৩৬৮৬

 

 

তার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাঃজেলা ব্যবস্থাপক কর্তৃক তাকে সতর্ক করা দেওয়া হলো যাহাতে এ ধরনের ভুল আর না হয়।

 

সংশোধন  ও প্রতিরোধ মূলক ব্যবস্থাঃগত ১৮/০৭/২০১৩ইং তারিখে উক্ত ৫টি বই-ই গণকেন্দ্রে জমা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এধরনের ভুল না হয় সেদিকে দৃষ্টি রাখা হয়েছে।

 

বেসরকারী সংস্থা গুলো ডুমুরিয়া ইউনিয়নের জনগনকে আর্থিক  ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।