খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা খুব জাকজমকপূর্ণ্ ভাবে পালিত হয়। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্য্ন্ত চলে এই উদ্ভাবনী মেলা। মেলার উদ্দেশ্যে হলো সরকারের সফলতার কর্ম্কান্ডগুলো উপস্থাপন করা। মেলায় সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে সহজ মূল্যে সুযোগ-সুবিধা গ্রহণ করার সুযোগ পায়।