খুলনা থেকে ডুমুরিয়া বাস-স্ট্যান্ড 16 কি:মিঃ দূরে অবস্থিত।
ভাড়া:
ছাত্র-ছাত্রী হলে 15/- টাকা ভাড়া।
আর সাধারণ পাবলিকের জন্য 15/- টাকা ভাড়া। ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু এগিয়ে দক্ষিণ পার্শ্বে সিরাজ সড়কে প্রবেশ করতে হবে। কিছুদুর গিয়ে পশ্চিমে ইউনিয়ন পরিষদ সড়ক এবং সামনে উত্তর পার্শ্বে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ। ডুমুরিয়ায় কোন কম্প্লেক্স না থাকার কারণে ইউডিসির পরিপত্র অনুযায়ী জনগণের সুবিধার্থে ডুমুরিয়া মেইন বাস-স্ট্যান্ডে ডুমুরিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়। এখান থেকে সাধারণ জনগণ খুব সহজেই সেবা পাচ্ছে দিন রাত 24 ঘন্টা। যাহায়াতের জন্য খুব সহজ এবং নিরাপত্তা একটি ডিজিটাল সেন্টার।